বদিউর রহমান সোহেল: সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সিএসই ডিপার্টমেন্টের বর্তমান শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাবা বিনতে মুরতাজ এর ডিপার্টমেন্ট এর শিক্ষকদের তত্ত্বাবধানে একটি গবেষণাপত্র একটি Q1 ক্যাটাগরির জার্নালে(Impact Factor : 3.752, ISSN: 19326203) প্রকাশিত হয়েছে।
গবেষক দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব শরীরের কোভিড-১৯ এর miRNAs শনাক্ত করেছে। miRNAs শনাক্তকরণ ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিলো পজেটিভ ও নেগেটিভ নমুনার উচ্চ ভারসাম্যহীনতা। গবেষকরা ডাটার উচ্চ ভারসাম্যহীনতা মোকাবিলা করতে নমুনা কৌশল প্রয়োগ করে। অনুসন্ধানমূলক ডাটা বিশ্লেষণের জন্যে "কো-রিলেশনাল ম্যাট্রিক্স" ডাটার অবস্থান বিশ্লেষণের জন্যে ক্লাস্টারিং পদ্ধতি প্রয়োগ করে। সরজঘঅং শনাক্ত করার জন্যে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক উত্থাপন করে।
উত্থাপিত মডেলটি বিদ্যমান এবং প্রাসঙ্গিক মডেল গুলোর চেয়ে আরও কার্যকরী, এবং অভূতপূর্ব ফলাফল প্রদান করে। গবেষকরা আশাবাদী তাদের উত্থাপিত মডেলটি আসন্ন যে কোন ভাইরাসের বৈশিষ্ট্য শনাক্তকরণে প্রয়োগ করা যেতে পারে।
এই জার্নালটি প্রকাশের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সিএসই ডিপার্টমেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গবেষণার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।
সময় জার্নাল/এলআর