আন্তর্জাতিক ডেস্ক: ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৪৫ হাজার ৪৯৩ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৩৯ হাজার ৯৬২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৩০ হাজার ৬২৪ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৮৬০ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮১ হাজার ৭০৮ জন।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৬৮ হাজার ১১৪ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫১০ জনের।
তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার ৬৮১ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৮৭ জনের।
এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ২২১ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৮৩৭ জন।
সময় জার্নাল/এলআর