বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

উত্তপ্ত ইডেন: ছাত্রলীগের দু'পক্ষ মুখোমুখি

শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২
উত্তপ্ত ইডেন: ছাত্রলীগের দু'পক্ষ মুখোমুখি

নিজস্ব প্রতিনিধি: ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে বিক্ষোভ করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। 

দুপুর সাড়ে ১২টার দিকে কলেজে ঘুরে দেখা গেছে, ছাত্রলীগ সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। তারা কলেজের ৩ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে কলেজের পুকুরপাড় ও আশপাশের এলাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার বৈশাখী বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজি, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা। প্রশাসনের কাছেও ১১ দফা দাবি জানিয়েছি। আমরা নির্যাতন, চাঁদাবাজি ও সিট বাণিজ্যে জড়িতদের শাস্তি চাই।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল