মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর রবিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে তীর্থযাত্রী বহনকারী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া আটজনের লাশ দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর-২০২২) সকাল থেকে বিকেল পর্যন্ত বীরগঞ্জের আত্রাই ও সদর উপজেলার পূনর্ভবা নদী থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩ জন শিশু, ৪ জন মহিলা ও একজন পুরুষ রয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত সকোর জানান, আত্রাই নদীর কাশিমনগর বাদলাঘাট থেকে সুব্রত রায় (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার মাহুতপাড়া এলাকায় পুনর্ভবা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয়। তবে এটিও করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের লাশ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন জানান, আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে ৪ জন নারী ও দু'জন শিশুর লাশ উদ্ধার করা হয়। এখনো পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাযোগে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীর বহন করার কারণে নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়।
এমআই