স্পোর্টস ডেস্ক:
নেপালে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাঘিনীরা। গোটা আসরে ১টি মাত্র গোল হজম করে সাবিনা-সানজিদারা। টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশের গোলবার অক্ষত রাখার পেছনে প্রত্যক্ষ ভূমিকা ছিল ডিফেন্ডার আঁখি খাতুনেরও। সাফে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ইউরোপিয়ান ক্লাবের ডাক পেয়েছেন আঁখি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রের খবর, সুইডেনের একটি ফুটবল ক্লাবে ডাক পেয়েছেন আঁখি খাতুন। বল প্লেয়িং এই সেন্টার ব্যাককে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে চেয়েছে তারা। এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে সুইডেনের ক্লাবটিতে যোগ দিতে পারেন আঁখি।
প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ফুটবলে সুযোগ পাওয়ার হাতছানি ১৯ বছর বয়সী আঁখির সামনে। বাফুফে সূত্রের খবর, শুধু আঁখি খাতুনই নয়, কৃষ্ণা রানী এবং সানজিদা আকতারকে বিদেশি ক্লাবে খেলাতে চেষ্টা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
এমআই