নিজস্ব প্রতিবেদক:
দেশবরেণ্য সাংবাদিক নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান আর নেই।
শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২:৪০ মিনিটপ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তোয়াব খানকে ২০১৬ সালে একুশে পদক প্রদানে সম্মানিত করে সরকার। এছাড়াও তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।
১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ১৯৬১ সালে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন; ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে।
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক তোয়াব খানের লেখনী ও উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হতো ‘পিন্ডির প্রলাপ’। ১৯৭২ সালে তিনি দৈনিক বাংলার সম্পাদক হন। তাঁর সম্পাদিত দৈনিক জনকণ্ঠ তখন বাংলাদেশের প্রথম চাররঙা সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়।
তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালের ২৪ এপ্রিল, সাতক্ষীরায়। সাংবাদিক তোয়াব খান বাংলাদেশের গণমাধ্যম জগতের ‘গৌরানন্দ কবি’ খ্যাত বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক জাগরণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবেদ খানের চাচাতো ভাই।
এমআই