আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। একটি সহিংস ইসলামপন্থী দলের বিরুদ্ধে অভিযানের মধ্যে শুক্রবার নিরাপত্তার কারণে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
টেলিযোগাযোগ কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমাবদ্ধ করা হয়েছে।"
শুক্রবার সকাল থেকে পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারীরা হোয়াট, ফেসবুক, ইউ টিউব এবং টুইটার সহ অ্যাপগুলিতে প্রবেশ করতে অসুবিধার সম্মুখীন হন।
পাকিস্তান বলেছে যে এই সপ্তাহে তারা ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিজিএলপি) অবৈধ ঘোষণা করবে। এর আগে চলতি সপ্তাহে দলটির নেতাকে গ্রেপ্তারের ফলে দেশব্যাপী বড় ধরনের সহিংস বিক্ষোভ শুরু হয়।
এসজে/রয়টার্স/এমএম