শেষ তাওবা
তাওসিফ মাইমুন।
এলো ফিরে একটি বছর পরে
গুনাহ মাফের তাওবা করে
ফিরে এসো খোদার পথে
শেষ সুুযোগ হতে পারে তার তরে।
রহমতের দুয়ার খুলে আরসে তুমি
মাফ করে দিবে বলে চাই পানা
ওগো আমার মালিক রাব্বানা
আর কেউ নেই তুমি ছাড়া।
সাহরীতে তুমি দিও বরকত
ফজিলতে যেন করি তাহাজ্জুদ
হৃদয় জেলে দাও রহমত
এ বরকতে করি যেন মোনাজাত।
মাগফেরাতের উছিলায় নিষ্পাপ কর রাজ্জাক
ভয় করি আসমান জমিনের আজাব
তোমাতে আমার শেষ পরিণাম
ফিরিয়ে দিয়ো না আজ, তুমি ছাড়া নেই মহান আর।
নাজাত দিবে বলে বাধিয়াছ শয়তান
নামাজ. সংযম কবুল করো আমার।
প্রার্থনাতে বলি বার বার
দুনিয়া আখিরাতে রহম করো আমায়।
কবি: শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী।