স্পোর্টস ডেস্ক:
থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে যায় টাইগ্রেসরা। নিজেদের তৃতীয় ম্যাচে মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে মালয়েশিয়াকে ১৩০ রানের লড়াকু টার্গেট দিয়েছে বাংলাদেশ।
আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের নেমে ৫ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ।
ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো করতে পারেনি টাইগ্রেসরা। প্রথম বলেই শূন্য হাতে ফেরেন ওপেনার শারমিন সুলতানা। এরপর ফারজানা হক পিংকিও সুবিধা করতে পারেননি। ২৪ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ৮৭ রানের বড় জুটি গড়েন মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতি। দুই ব্যাটারই হাঁকান ফিফটি। ৫৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৬ রান করেন মুর্শিদা। ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন নিগার সুলতানা। এছাড়া ঋতু মণি ২*, ফাহিমা খাতুন ৫ ও রুমানা আহমেদ ১ রান করেন।
এমআই