খালেদ হোসেন টাপু, রামু:
কক্সবাজার রামুতে মায়ানমার থেকে চোরাই পথে ঢুকে পড়া চারটি গরু জব্দ করেছে রামু থানা পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে রামু উপজেলাধীন কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা নাপিতের ঘোনা এলাকা দিয়ে রামু সদর দিকে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন গরু গুলো ধরে ফেলে। পরে রামু থানায় বিষয়টি অবহিত করলে রামু থানার এস আই আযাদ ঘটনাস্থল পরিদর্শন করে গরু ৪টি থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
এদিকে রামু থানার এসআই আজাদ গরু ৪টি রামু থানা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান জব্দকৃত গরুগুলো কচ্ছপিয়া সীমান্ত দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করছিল একটি সিন্ডিকেট। সেই সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেটের মাধ্যমে রামু সদরের পশুর হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসার সময় নাপিতের ঘোনা এলাকাযর স্থানীয় জনসাধারণ ধরে রাখেন। পরে পুলিশকে খবর দিয়ে গরুগুলো পুলিশের হাতে তুলে দেন।
এমআই