স্পোর্টস ডেস্ক: আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। হ্যাগলি ওভালে আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে সাকিব-সোহানরা। সিরিজে নিজেদের প্রথম জয়ের খুঁজে থাকা দুটি দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।
দুই দলের অবস্থান এখন একই কাতারে। সিরিজে দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। দুই দলই বেশ শোচনীয়ভাবে হেরেছে পাকিস্তানের কাছে। ফলে আহত সিংহের মতো করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে দেবে নিজেদের প্রথম জয়ের খুঁজে। স্বাগতিক হিসেবে যেখানে নিউজিল্যান্ডই থাকবে এগিয়ে স্বাভাবিকভাবে।
নিউজিল্যান্ড এগিয়ে থাকছে পরিসংখ্যানেও। দেখা হয়েছে মোট ১৫ বার। যেখানে ১২ বারই জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। বিপরীতে মাত্র ৩ জয় টাইগারদের। সেই তিনটি জয়ও গত বছরে, মিরপুরে। দুই দলের লড়াইয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩০৬ রান মাহমুদউল্লাহর। তবে সেরা পাঁচে থাকাদের মাঝে শুধু কেন উইলিয়ামসনই এই সিরিজে আছে। ১৪ উইকেট নিয়ে মুস্তাফিজ আছেন শীর্ষে। নাসুম আহমেদ আছেন ১০ উইকেট নিয়ে পাঁচ নাম্বারে।
এই ম্যাচ দিয়ে ফিরছেন সাকিব আল হাসান। জাতীয় দলের নিয়মিত এই অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। আরব আমিরাত সিরিজে দলের নেতৃত্ব দেয়ার পর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন সোহান। ভিসা জটিলতা কাটিয়ে সাকিব দলে ফেরায় নিঃসন্দেহে দল উজ্জীবিত হয়ে থাকবে।
সময় জার্নাল/এলআর