স্পোর্টস ডেস্ক: গত সপ্তাহে বার্সেলোনার কাছে লা লিগার শীর্ষস্থান হারানোর পর এই সপ্তাহে আবারো শীর্ষস্থানে উঠে এসেছে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় কোলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গেটাফের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এডের মিলিটাও এর একমাত্র গোলে ১-০ গোলে জয় পায় সফরকারীরা।
মাদ্রিদের এ দিনের প্লেয়িং ইলেভেনে ছিলো বেশ কিছু পরিবর্তন। মেন্ডির বদলে ডিফেন্সে ছিলেন রুডিগার, করিম বেনজেমাকে রেস্ট দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। এই ম্যাচের শুরুতেই লিড পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের মাত্র ৪ মিনিটেই লুকা মদ্রিচের নেওয়া কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে নেন এডের মিলিটাও।
গোল শোধ করার সুযোগ পেয়েছিলো গেটাফে। ম্যাচের ২২ মিনিটে চুয়ামিনি মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারালে সুযোগ পায় গেটাফে, কিন্তু বল পোস্টের বাইরে চলে গেলে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পাওয়ার সুযোগ পেয়েছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু ভিএআর চেক করে রেফারি পেনাল্টি দেননি। এরপর আর কোনো গোল না হলে ১-০ লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধেই শুরুতেই গোল করার দারুণ এক সুযোগ অবিশ্বাস্যভাবে হারায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগো গোল করতে পারতেন, তবে সে সুযোগ আটকে দেন গেটাফের গোলকিপার ডেভিড সোরিয়া। ম্যাচের পরবর্তী মিনিটে আবারো গোল করার সুযোগ পায় গেটাফে। কিন্তু গেটাফের খেলোয়াড় ডোমিঙ্গোস ডুয়ার্টেকে আটকে দেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ড্যানি কার্ভাহাল।
ম্যাচের ৫৭ মিনিটে আবারো লিড পায় রিয়াল মাদ্রিদ। বক্সের ভেতর ভালভার্দে রদ্রিগোকে বল দিলে গোলকিপারকে বোকা বানিয়ে চিপ থেকে গোল করেন রদ্রিগো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে এই গোলটিও বাতিল হয়ে যায়। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
এই জয়ে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়েছে জাভির দল। আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেল্টা ভিগো।মাদ্রিদ সমর্থকরা তো চাইবেন যেন পয়েন্ট হারায় বার্সেলোনা।
অন্যদিকে জয় পেয়েছে মাদ্রিদের অন্য এক ক্লাব এতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে জিরোনাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে স্বাগতিকরা। এতলেটিকো মাদ্রিদের হয়ে দুটি গোল করেন এঙ্গেল কোরেয়া ও জিরোনার হয়ে গোল করেন রদ্রিগো রিকুইলমে।
সময় জার্নাল/এলআর