মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর কোতয়ালী বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৯ অক্টোবর রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ সফর করার লক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ অক্টোবর-২০২২) সকাল ১০টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক'র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহবুব আহমেদ।
সভায় স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সস্পাদক, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ।
আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান'র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হোসেন, কোতয়ালী বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ মোনায়েম খান, মোঃ ফরিদুল ইসলাম, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির আলী, সাধারণ সম্পাদক মোঃ তাজমুল ইসলাম, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম, শশরা ইউনিয়ন সভাপতি মোঃ আমিরুল ইসলাম ডাল্টন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, আউলিয়াপুর ইউনিয়ন সভাপতি মোঃ আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ ফজলু রশিদ ফজলু, শংকরপুর ইউনিয়ন সভাপতি মোঃ আতাউর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগর আলী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ প্রমূখ।
সভায় আগামী ২৯ অক্টোবর রংপুরের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে ও বিপুলসংখ্য নেতাকর্মী উপস্থিত থাকার আহবান জানানো হয়। এছাড়ায় সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদককে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
জরুরী সভায় কোতয়ালী বিএনপির সদস্য, ১০টি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবশেষে দেশের সার্বিক কল্যান কামনায় মুনাজাত করা হয়।
সময় জার্না/এলআর