স্পোর্টস ডেস্ক:
ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে ১ মাসের জন্য নিষিদ্ধ হলেন পেসার মেহেদী হাসান রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারণে চলতি ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল) খেলা হচ্ছে না তার।
চলতি মাসে ভারত সফর করার কথা বাংলাদেশ ‘এ’ দলের। ভিসা জটিলতায় বিলম্বিত হচ্ছে সেই সফরটি। মেহেদী হাসান রানা নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে অভিযোগ করেন, ‘এ’ দলের সফর সঙ্গী হতে বিসিবির এক নির্বাচকের ফোন পান তিনি। প্রস্তাব পেলেও পরে আর সাড়া পাননি। স্ট্যাটাসে বিসিবির সমালোচনাও করেছেন রানা।
বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদী হাসান রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এরপর তিনি বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং নিজের দোষ স্বীকার করেন। আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে পারবে সে।’
গত ১১ই অক্টোবর রানার পেইজ থেকে পোস্টকৃত স্ট্যাটাসটি তুলে ধরা হলো, ‘কিছুদিন আগের কথা, একটি তথ্য জানতে আমি ক্রিকেট বোর্ডের একজন নির্বাচককে ফোন করেছিলাম। উনি আমাকে ফোন করে বললেন, বাংলাদেশ ‘এ’ দলে যোগ দিতে।
আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। তার পরদিন দেখলাম যে অনুশীলন শুরু হয়ে গেলো, কিন্তু আমি নাই! আমি তো ওনাকে ফোন দিতেই পারি। ওনাকে ফোন করলাম। কমপক্ষে ১০ থেকে ১২ বার ফোন করেছি, ধরেননি। তারপর আমি মেসেজ দিলাম। দেখেও রিপ্লাই দেননি।... আসলেই যোগ্য মানুষগুলো যদি যোগ্য জায়গায় না থাকে, তাহলে ক্রিকেট কোনোদিন উন্নতি করবে না।’ পোস্ট করার ২০ মিনিটের মধ্যেই অবশ্য সেই স্ট্যাটাসটি ডিলিট করে দেয়া হয়।
এমআই