আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর ফলে দেশটির ৩০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি মঙ্গলবার বলেন, '১০ অক্টোবর থেকে ইউক্রেনের ৩০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ফলে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং হচ্ছে।'
তিনি বলেন, 'পুতিন জান্তার সাথে আলোচনার কোনো সুযোগই নেই।'
মঙ্গলবার জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ফলে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রাজধানীতে জ্বালানি কর্তৃপক্ষ ডিটিইকে জানায়, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন ঘটায় লোকজন মারাত্মক সমস্যায় আছে।
তিনি ফেসবুকে বলেন, বিদ্যুৎ ব্যবস্থা চালু করার জন্য প্রকৌশলী ও তদন্তকারীরা প্রয়োজনীয় সব কাজ করছে।
তবে রাশিয়া দাবি করেছে, তারা কেবল সামরিক টার্গেট ও জ্বালানি অবকাঠামোগুলোতেই আঘাত করছে।
সময় জার্নাল/এলআর