আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা। মুখ থুবরে পড়েছে বিশ্ব অর্থনীতি। প্রতিনিয়ত বেড়েই চলেছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ লাখ ২৩ হাজারের বেশি মানুষের। এ পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ কোটি ১৩ লাখের বেশি মানুষের শরীরে। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৯৯ লাখের বেশি রোগী।
রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ লাখ ২৩ হাজার ৮১৩ জনের। ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ কোটি ১৩ লাখ ৫৩৮ জন মানুষের শরীরে। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
সময় জার্নাল/আরইউ