স্পোর্টস ডেস্ক:
তাসকিন আহমেদের সফলতা, নাকি আরো একবার টেম্বা বাভুমার ব্যর্থতা; তা নিয়ে তর্ক হতেই পারে। রাইলি রুশোর সেঞ্চুরিতে বিধ্বস্ত বাংলাদেশ। তার ৫৬ বলে ১০৯ রানের ইনিংসে ভর করে ২০৫ রানের সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে জিততে হলে বাংলাদেশকে ২০৬ রানের পাহাড় টপকাতে হবে।
তবে তাসকিন আহমেদের বলেই টেম্বা বাভুমা ফিরে গেছেন প্রথম ওভারে। তার ফিরে যাওয়া বাংলাদেশের জন্য যতটা না স্বস্তি এনে দিয়েছে, তার থেকে ভুগিয়েছেই বেশি বলা চলে।
প্রথম ওভারের শেষ বলে টেম্বা বাভুমা ফিরে গেলেও দ্বিতীয় উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৪.৩ ওভার পর্যন্ত। এর মাঝে দ্বিতীয় উইকেট জুটি কুইন্টন ডি ককের সাথে ৮৫ বলে ১৬৮ রানের অনবদ্য এক জুটি গড়ে তুলেন রাইলি রুশো। অবশেষে আফিফ হোসেনের বলে জুটি ভেঙে ডি কক যখন ফিরেন, ৩৮ বলে ৬৩ রান তখন নামের পাশে।
মাঝে ট্রিস্টান স্টাবসকেও ফিরিয়েছেন সাকিব। পরে শেষ ওভারে এইডেন মার্করামকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। ততক্ষণে অবশ্য দলের রান ২০০ পাড়ি দিয়েছে। তবে শেষ ওভারে হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানেই থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
সময় জার্নাল/এলআর