তিতুমীর কলেজ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা । আরিফুল রহমান দোলন এমদাদকে সভাপতি ও ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৭৭ জনকে স্থান দিয়ে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, কলেজটিতে এতদিন ২০১৬ সালের কমিটির কার্যক্রম চলমান ছিলো। সবশেষ ২০২২ সালে সেই কমিটি ভেঙে আংশিক কমিটি দেয়া হয়।
তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন সভাপতি আরিফুল রহমান দোলন এমদাদ বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল আগে যেমন ছিলো তার থেকে আরও নব উদ্যমে কাজ করবে। ক্যাম্পাসে অন্য ছাত্রসংগঠনের মতো সক্রিয় থাকতে পারবে বলেও প্রত্যাশা তার।
এমআই