মোঃ তারিকুল ইসলাম আরিফ ,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৯০ টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২০ জন।
আজ শনিবার ভর্তির টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।
মোট তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান শাখার 'ক' ইউনিটের জন্য আবেদন করেছে ১৭ হাজার ৩৫০ জন,মানবিকের 'খ' ইউনিটের জন্যে ৯৩৩৮ জন ও ব্যবসায় শাখার 'গ' ইউনিটে ৪ হাজার ৭৫৩ জন আবেদন করেছে। আগামি ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃতাজবির হোসেন তাকবির বলেন, গুচ্ছের ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছে।সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে ২৯ হাজার ৩১৬ জন আবেদন করেছে যা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি।এবারও এসএসসি ও এইসএসসি রেজাল্টের জিপিএ'র উপর কোনো মার্ক থাকছেনা।তাই এক্ষেত্রে ভর্তিতে গুচ্ছ মার্কের উপর গুরুত্ব অনেক বেশি থাকবে।
এমআই