অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাতায়াতকারী সকল পাবলিক পরিবহনে সার্বক্ষণিক হাফ পাশ সুবিধা পাবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে শিক্ষার্থীকে তার আইডি কার্ডের সফট কপি বা হার্ড কপি প্রদর্শন করতে হবে।
রোববার (৩০ অক্টোবর) শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে বিকাল ৪.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালের সভাপতিত্বে বাস মালিকদের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতামতের ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাতায়াতকারী সকল পাবলিক পরিবহনে সার্বক্ষণিক হাফ পাশ সুবিধা পাবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে গাড়িতে ভাড়ার চার্ট থাকতে হবে। হাফ পাশ সুবিধা পেতে শিক্ষার্থীকে অবশ্যই আইডি কার্ড (সফট কপি বা হার্ড কপি) প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয় গেইটের সামনে কোন গাড়ি পার্ক করা যাবেনা। এছাড়াও দ্বিতীয় গেইটের সামনে অবস্থান করা বাহাদুর শাহ পরিবহন বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচল করতে পারবেনা মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসব বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বহিরাগত অনেকেই বলে যে তারা জগন্নাথের ছাত্র, তাই আমাদের শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শনপূর্বক সার্বক্ষণিক হাফ পাশ সুবিধা পাবে। তাদের বলে দেওয়া হয়েছে তারা যেন বাস রানিং-এ রাখে, বিশ্ববিদ্যালয়ের আশে পাশে যেন তারা খুব সাবধানতার সাথে গাড়ি চালায় যেন কোন দূর্ঘটনা না ঘটে আর গেইটের সামনে বাস পার্কিং করে রাখা যাবেনা। বাস স্ট্যান্ড সংলগ্ন তৃতীয় গেইট দিয়ে বিভিন্ন সময় বহিরাগতরা যেমন ভিক্ষুকরা ঢুকে পড়ে, সেখানে গার্ডও থাকেনা, তাই সেই গেইট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
বাহাদুর শাহ পরিবহনে যাতায়াতকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দ্বিতীয় গেইটটা পরিষ্কার রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পারে সেজন্য বাহাদুর শাহ পরিবহন এখানে বাস রাখতে পারবেনা বলে দেওয়া হয়েছে। আর যারা বাহাদুর শাহ পরিবহনে আসা যাওয়া করে তারা রায়সাহেব বাজার বা ভিক্টোরিয়া পার্কে এসে নামতে পারবে।