সর্বশেষ সংবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নিজেস্ব প্রতিবেদক: ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে সদ্যসমাপ্ত ইউএস ট্রেড শো’তে আমেরিকান কসমেটিকস ব্র্যান্ড নিওরের প্যাভিলিয়ন সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে। মেলার শেষ দিন আনুষ্ঠানিক ভাবে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস। নিওরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রিমার্ক এইচবি লিমিটেডের উপদেষ্টা তৌহিদ চৌধুরী। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ট্রেড শো’তে নিওরের প্যাভিলিয়নে শুরু থেকেই ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। চিত্রনায়ক,নায়িকা, ইনফ্লয়েন্সারসহ মিডিয়া পার্সোনালিটিজের পদচারণায় নিওরের প্যাভিলিয়ন সবার নজর কাড়ে। এর দৃষ্টিনন্দন নির্মাণশৈলী, সাজসজ্জা ছিল আকর্ষণীয়। অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, প্রতি বছরই ইউএস ট্রেড শোতে নিওরের প্যাভিলিয়নে থাকে উপচে পড়া ভিড়। বিক্রিও হয় প্রচুর। চিত্রনায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা নিওরের প্যাভিলিয়নে এসে প্রশংসা করেন। উল্লেখ্য, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব বাজারে সাজ-সজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে “নিওর”। এর কালার কসমেটিকস লাইন আপে আছে দুইটি লিপস্টিক সিরিজ – “নিওর নো ট্রান্সফার ম্যাট লিপস্টিক” ও “নিওর রেড কার্পেট লিপ কালার”। আরও আছে ‘নিওর লিকুইড আই লাইনার’, ‘নিওর ওয়াটারপ্রুফ-হাইপো অ্যালারজেনিক আইলাইনার’, ‘নিওর হাই ডেফিনেশন আলট্রা ডিফাইন্ড ভলিউম মাসকারা’, ‘নিওর অন পয়েন্ট মাইক্রো আইব্রো পেনসিল’, ‘নিওর ক্যাট আই দ্য লাইনার- মিডনাইট ব্ল্যাক’, ‘নিওর সুপার লং লাস্টিং আইলাইনার’। ব্র্যান্ডটির স্কিন কেয়ার রেঞ্জে আছে ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্লিনজিং ফোম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং সিরাম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্রিম’ এবং ‘নিওর অ্যালোভেরা ১০০% ময়েশ্চার সুদিং জেল’। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত প্রোডাক্টগুলোকে আপডেট করছে নিওর। তাই এই ব্র্যান্ডকে ঘিরে বিভিন্ন বয়স ও পেশার নারীদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। শুধু তাই নয়, বিখ্যাত সেলিব্রেটি, ইনফ্লয়েন্সার ও বিউটিশিয়ানরাও এই ব্র্যান্ড নিয়ে দারুণ উৎসাহী। এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল