মো. মাইদুল ইসলাম : তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রোফেশনাল ইমেল এবং সিভি রাইটিং-এ দক্ষ করতে ও আইটি সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যে তিতুমীর কলেজ আইটি সোসাইটি আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী ভার্চুয়াল কর্মশালা 'Professional Email & CV Writing'।
করোনার এই লকডাউনে নিজের ক্যারিয়ারকে মজবুত করতে এই অনলাইন ইভেন্ট আয়োজন করা হবে। এই কর্মশালা চলবে ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
সপ্তাহব্যাপী কর্মশালায় থাকছে সিভি বা রিজিউম কেমন হওয়া উচিত, সিভি কিভাবে বানাবেন এ সম্পর্কিত সকল বিষয়। এছাড়াও এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট এর সাহায্যে কিভাবে সিভি ডিজাইন করা যায়, কিভাবে একটি প্রফেশনাল ইমেইল একাউন্ট তৈরী করা যায়, কিভাবে অফিসিয়াল সকল কার্যক্রম ইমেইলে করা যায়। এর সকল কিছু জানতে পারবেন।
গুগল মিটে ওয়ার্কশপটির ক্লাস নেওয়া হবে। কর্মশালায় শেষ হওয়ার পর সবার জন্য থাকবে ই-সার্টিফিকেট।
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২৩ শে এপ্রিল,২০২১
সময় জার্নাল/এমআই