শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ

মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২
কুড়িগ্রামে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম: 

কুড়িগ্রামে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ করা হয়েছে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মঙ্গলবার দুপুরে মহিলা সংস্থা চত্বরে ১শ ৯ জন মহিলার মাঝে ১৫ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া ও উপকারভোগীদের পক্ষ থেকে আনোয়ারা বেগম। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, স্বল্প সুদে এ ঋণ গ্রহণ করে শহর ও গ্রামাঞ্চলের ১শ’ ৯জন দরিদ্র মহিলা আত্মকর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারবেন। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল