তিতুমীর কলেজ প্রতিনিধি:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৪ তম শিক্ষক পরিষদের নির্বাচন ২০২২ আগামীকাল ২ নভেম্বর কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন দর্শন বিভাগের অধ্যাপক মালেকা আক্তার বানু ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোসা: মুর্শিদা জাহান ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মুঃ আবু জাফর। দপ্তর সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ আব্দুল্লাহ উমর নাসিফ।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক
মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ আল নূর।
এছাড়াও নির্বাচনে সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন গনিত বিভাগের প্রভাষক শেখ নাজিয়া জাহান ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ নাদিমুল হক। নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শফি মাহমুদ ও পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফ কায়সার।
উল্লেখ্য, ৩ পদে একজন করে প্রার্থী রয়েছেন। তারা হলেন কার্যনির্বাহী সদস্য অধ্যাপক পদে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ জামাল হোসেন ভূঁইয়া। সহযোগী অধ্যাপক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল আলম ছিদ্দিকী এবং প্রভাষক পদে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো: নাজমুল হাসান।
এমআই