স্পোর্টস ডেস্ক:
এখনো টিকে আছে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। কাগজে-কলমের সেই সমীকরণ জিইয়ে রাখতে টানা দুই জয়ের বিকল্প নেই বাবর আজমদের।
অন্যদিকে পাকিস্তানকে হারাতে পারলেই সেমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। কঠিন সমীকরণ মেলানোর ম্যাচে সিডনিতে দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়াইনি পার্নেল, কাগিসো রাবাদা, এনরিখ নর্খিয়ে, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।
সময় জার্নাল/এলআর