নৌরীন জাহান:
সরকারি তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মামুনের সহপাঠীরা জানান, প্রেমের জের ধরে মানুষ হত্যা কোনো ভাবেই কাম্য নয়।ইতিহাস বিভাগের শিক্ষার্থীসহ তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীরা এর সঠিক তদন্ত ও সুষ্ঠ বিচার চাই।
গত ২৯ অক্টোবর ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১)নামে যুবক খুন হন। মামুন হাসান সরকারি তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২০২১ বর্ষের শিক্ষার্থী।
নিহিত মামুন হাসান হুরবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। ফুলবাড়িয়া থাকার উপ- পরিদর্শক(এসআই) মো.হানিফ মিয়া জানান - একই উপজেলার কলিদহ ইউনিয়নের আপন দুই বোনের মধ্যে বড় বোনের প্রেমিক মামুন হাসান আর ছোট বোনের প্রেমিক শাকিল মিয়া। বিভিন্ন বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে বিরোধ ছিল।গত শনিবার তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মামুন হাসানকে ছুরিকাঘাত করেন শাকিল।মামুনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শাকিলকে আটক করেন। এর অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান মামুন হাসান।
এ ঘটনায় শাকিল মিয়া (২২)নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এমআই