নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত। তবে আগামী ৪৮ ঘন্টায় কোনো জ্বর না আসলে অনেকটা আশঙ্কামুক্ত হবেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন মেডিকেল টীমের প্রধান অধ্যাপক ডা.এফ এম সিদ্দিকী। তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে খালেদা জিয়ার কোন জ্বর আসেনি। এটা খুবই ভালো লক্ষণ। এতে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস হচ্ছে, উনি সম্ভবত সেকেন্ড উইক ভালোভাবে পার করতে পারবেন।
তিনি আরও বলেন, ‘আমরা যদি আগামী ৪৮ ঘন্টা দেখতে পাই যে, উনার কোনো জ্বর নেই। তাহলে আমরা নিশ্চিত হতে পারব। সম্ভবত, ম্যাডাম করোনার ডেঞ্জার পিরিয়ড থেকে বের হয়ে আসছেন। আজকে তার আক্রান্ত হওয়ার দশম দিন। আগামী ৪৮ ঘন্টা পার হলে আমরা বলতে পারবো, ম্যাডামের চিকিৎসার একটা ভালো পর্যায়ে, নিরাপদ অবস্থায় এসেছি।’
রাত সোয়া নয়টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে গঠিত মেডিকেল টীম।
সময় জার্নাল/আরইউ