শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ইবির প্রথম মেধাতালিকায় সর্বনিম্ন নম্বর ৮০

বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২
ইবির প্রথম মেধাতালিকায় সর্বনিম্ন নম্বর ৮০

ইবি করেসপন্ডেন্ট:

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় 'এ' ইউনিটে ৯৪৯ জন, 'বি' ইউনিটে ৬০৮ জন, 'সি' ইউনিটে ৪৩৩ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।

এই তালিকায় স্থানপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলসহ ভর্তিচ্ছুদের সর্বনিম্ন নম্বর 'এ' ইউনিটে ৮২.৬৯, 'বি' ইউনিটে ৮০.১৩ ও
'সি' ইউনিটে ৮২.৫৯ নম্বর। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আহসান-উল-আম্বিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে বলে জানান তিনি।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ৭ নভেম্বর  দুপুর ১২টা থেকে ১১ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭ থেকে ১২ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া গুচ্ছের ও স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল