শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মান যাচাইয়ে আগে না গিয়ে সস্ত্রীক সহ এখন বিদেশ যাচ্ছেন দুই প্রকৌশলী

শুক্রবার, নভেম্বর ৪, ২০২২
মান যাচাইয়ে আগে না গিয়ে সস্ত্রীক সহ এখন বিদেশ যাচ্ছেন দুই প্রকৌশলী

সময় জার্নাল ডেস্ক:


সুইজারল্যান্ড থেকে সাতটি লিফট কিনেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লিফটের মালামাল ঢাকায় নগর ভবনে এসে পৌঁছেছে। চট্টগ্রামে জাহাজ থেকে লিফটের মালামাল নামানোর পর মান যাচাই করে সেসব বুঝে নিয়েছেন ডিএসসিসি’র প্রকৌশলীরা।


অবিশ্বাস্য হলেও সত্য যে, ওই লিফটের মালামালের মান যাচাই বা প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) করতে এখন স্ত্রীসহ সুইজারল্যান্ড যাচ্ছেন ডিএসসিসি’র দুই শীর্ষ প্রকৌশলী। তারা হলেন-প্রেষণে নিয়োজিত ডিএসসিসি’র প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ।


চট্টগ্রামেও তারা দুজন লিফটের মালামাল নামানোর পর যাচাই-বাছাই কাজের নেতৃত্ব দেন। ডিএসসিসির বর্তমান অতিরিক্ত প্রধান প্রকৌশলী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন এবং প্রধান প্রকৌশলীর চাকরি শেষ হচ্ছে এপ্রিলে।


সরকারি নিয়ম অনুযায়ী তাদের এ সফরটি লিফটের মালামাল জাহাজে উঠানোর আগে যাওয়ার প্রয়োজন ছিল। ডিএসসিসি’র দুই শীর্ষ প্রকৌশলী তাদের ভিসা শিগগিরই হাতে পেয়ে যাবেন বলে জানা গেছে। কিন্তু, এখনো তাদের স্ত্রীদের ভিসা না হওয়ায় পিএসআই’র নামে সুইজারল্যান্ডে আনন্দভ্রমণ প্রক্রিয়া একটু বিলম্ব হচ্ছে। সরকারি প্রজ্ঞাপনে তাদের স্ত্রীদের বিদেশ সফরে যাওয়ার বিষয়টি উল্লেখ নেই। এরপরও লিফট সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ তাদের আনন্দভ্রমণের অর্থের জোগান দেবে।


২২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুইজারল্যান্ডের ঢাকা দূতাবাসকে লেখা পৃথক দুটিপত্রে দেখা গেছে, ২৪ সেপ্টেম্বর থেকে ৫ দিন বা যাওয়ার সময় থেকে ৫ দিনের ভিসা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ১৪ নভেম্বর থেকে ৫ দিন বা চলতি মাসের মধ্যেই তাদের এই ভ্রমণ অনুষ্ঠিত হচ্ছে বলে ডিএসসিসি’র সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।


ডিএসসিসি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাতটি লিফট ক্রয়ে দরপত্র আহ্বান করে ডিএসসিসি। ওই দরপত্রে অংশ নেয় বিশ্বখ্যাত সুইজারল্যান্ডের সিন্ডলার এলিভেটেড লিমিটেডের বাংলাদেশের এজেন্ট মেসার্স ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ডিএসসিসি নগর ভবনের সাতটি লিফট পরিবর্তন করে নতুন লিফটগুলো সেসব জায়গায় স্থাপন করা হবে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের শর্ত মোতাবেক মালামাল ডিএসসিসিকে বুঝিয়ে দিয়েছে। এসব লিফট ক্রয়ে ডিএসসিসি’র খরচ হচ্ছে প্রায় ১৮ কোটি টাকা।


ডিএসসিসি সূত্রে আরও জানা যায়, ডিএসসিসি’র বর্তমান মেয়র টেকসই উন্নয়ন কাজ করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করছেন। সেই কারণে বিশ্বমানের লিফট ক্রয়ের নির্দেশনা দিয়েছেন। সেই লিফট দেশে এসে পৌঁছেছে। এই প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্তরা প্রচেষ্টাও চালিয়েছেন। কিন্তু, প্রাক-জাহাজীকরণ পরিদর্শন বা পিএসআই’র জন্য যখন বিদেশ যাওয়ার কথা, তখন না গিয়ে মালামাল আসার পরে তড়িঘড়ি করে যাওয়ার উদ্যোগ নিয়ে ডিএসসিসি’তে নানা সমালোচনা হচ্ছে।


এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) হয়ে থাকে মালামাল জাহাজে উঠানোর আগে। বিদেশ থেকে মালামাল ক্রয়ের ক্ষেত্রে পিএসআই’র জন্য বরাদ্দ রাখা হয়। সংশ্লিষ্ট সংস্থার ওই বিষয়ে কারিগরি ব্যক্তিরা ওইসব মালামাল দেখতে সেখানে যান।


এক প্রশ্নের জবাবে বলেন, মালামাল দেশে চলে আসলে ওই সূত্রে আর বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো সরকারি সংস্থার ক্ষেত্রে এটা হওয়ার কথা নয়, স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের আওতায় এ ধরনের কোনো ইস্যু থাকলে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।


স্ত্রীসহ যাওয়ার বিষয়ে বলেন, এটা একটি ছোট্ট বিষয়। এটা নিয়েও প্রতিবেদন হলে বলার কিছু থাকে না। সরকারি আদেশে স্ত্রীদের নেওয়ার বিষয়ে কিছু বলা নেই, আপনি সঠিক বলেছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা বলেছি প্রয়োজনে আমরা নিজেরা খরচ বহন করব। এরপরও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। যদি না হয়, না হবে; ওই বিষয়ে এখন আমরা বেশি আগ্রহী নই।


মতামত জানতে ডিএসসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদকে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করে কোনো সাড়া মিলেনি। খুদে বার্তা (এসএমএস) পাঠালেও কোনো সাড়া মেলেনি।একই বিষয়ে ডিএসসিসি’র মুখপাত্র মো. আবু নাছের ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর



এসএম



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল