আজহারুল ইসলাম, ইবি সংবাদদাতা:
ফাতিহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে আগামী ৭ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ভর্তি সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলবে। একইসাথে শিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলবে। শনিবার ইবির ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সভাপতি ও প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুসারে, ইবির প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে। একইসঙ্গে ৭ থেকে ১২ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
'বি' ইউনিট সমন্বয়ক প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ভর্তির ক্ষেত্রে কোনো বাঁধা হবে না। যেহেতু শিক্ষার্থীদের ইতোমধ্যে নোটিস করা হয়েছে তাই আমরা সেদিন ভর্তি কার্যক্রম অব্যাহত রাখবো।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া গুচ্ছের ও স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এমআই