শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিল্পকলায় আয়োজিত হল আবৃত্তি অনুষ্ঠান 'মায়া বৃক্ষে রাত্রি নামে'

শনিবার, নভেম্বর ৫, ২০২২
শিল্পকলায় আয়োজিত হল আবৃত্তি অনুষ্ঠান 'মায়া বৃক্ষে রাত্রি নামে'


সময় জার্নাল ডেস্ক:


গতকাল ৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে 'মায়াবৃক্ষে রাত্রি নামে' শিরোনামে একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ 


উক্ত আয়োজনে ৪ কবির কবিতা নিয়ে ৪ জুটি আবৃত্তি পরিবেশনা করেন৷ পঙক্তির ধারাবাহিকতায় 'মায়াবৃক্ষে রাত্রি নামে' শিরোনামে এ অনুষ্ঠান কালজয়ী কবিদের কবিতা নিয়ে ৩ মাস অন্তর অন্তর অনুষ্ঠিত করবার প্রয়াস থাকবে আয়োজকদের৷ 


এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর প্রথম আয়োজন৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য'র কবিতা নিয়ে ছিল প্রথম পর্ব৷ 


এ আয়োজনে রয়েছে ৮জন আবৃত্তিশিল্পী৷ ইমরান সাগর, মাসুদ রানা, আলমগীর ইসলাম শান্ত, মোঃ ইসহাক আলী, মনোয়ারা রহমান লুবনা, জান্নাতুল ফেরদৌস মুক্তা, ঊর্মি আক্তার টুম্পা ও পলি পারভীন৷ আবৃত্তি চর্চার প্রসার ও প্রচারে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস এ ৮জন তরুণ প্রতিশ্রুতিশীল আবৃত্তিকারদের৷ 


৫০ টাকা দর্শনীর বিনিময়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আবৃত্তির এ আয়োজনে সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন৷


এসএম






Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল