ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি।
আজ সোমবার বেলা ১১ টায় শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপির সদস্য সচিব বাবুল চৌধুরি, জেলা মহিলা দলের সাবেক সভাপতি সুফিয়া হক ও জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৫ আগষ্টের পর যখন দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরপেক্ষ ভোটের অধিকার ছিলো না ঠিক সেই সময় ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে অধিকার আদায় করা হয়েছিল। ঠিক একই রকম ভাবে দেশে আজ গণতন্ত্র নাই, ভোটের অধিকার নেই দেশ, আবার অন্ধকারে নিমর্জিত হচ্ছে দেশ।
তাই দেশকে এই অন্ধকার থেকে উদ্ধার করতে হলে সবাইকে আরেকটি বিপ্লব করতে হবে , তবেই দেশকে উদ্ধার করা সম্ভব হবে এজন্য বিএনপি নেতাকর্মিদের প্রস্তুত থাকতে হবে।
সময় জার্নাল/এলআর