তোমার তৃষ্ণার্ত ছোঁয়া
তোমার ছোঁয়ায় প্রেমে পড়ি
পান্তা ভাতে জ্বলি-পুড়ি
পাখির গুঞ্জন শুনে ক'জন
একা পথে না হয় আমি চলি।
স্নিগ্ধ সকালের সবুজ ঘাসে
মাতম ঢংয়ে শিশির খেলে
একটু ছোঁয়ায় যাই যে ভুলে
এইতো আমার মধুর জীবন ছিলে।
প্রান্ত জুড়ে সবুজ মাঠ
ঘাস ফড়িংয়ের মায়া মেলা।
দুষ্ট ছেলের মিষ্টি দল
কি খেলা খেলছে দেখবি তোরা চল।
আমার গাঁয়ের কাঁদামাটি
চাঁদের বুড়ি বলে তা দিয়ে করবি কি?
সন্ধ্যার আগে যাব নাকো
তুমি এর গন্ধ বুঝবে কি?
জোনাক রাতের হুতুম পেঁচা
চোখ রাঙ্গিয়ে করে খেলা।
বাঁশ ঝাড়ের শালিক বলে
কি করিস তুই সারাবেলা?
আবার ফিরবো তোর বুকে
ঘুম পাড়াবি আদর মেখে।
গোধূলি লগ্নের কানামাছির ছলে
আমায় ছুঁয়ে রবি আজন্ম।
লেখক : শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী।
সময় জার্নাল/এমআই