আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে প্রবল ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছে। এই ভূমিকম্প দিল্লিসহ উত্তর ভারতের একাংশেও অনুভূত হয়েছে। নেপালের যে এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেখানে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীও।
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বুধবার (ইংরেজি মতে বুধবার, ৯ নভেম্বর) রাত ১টা ৫৭ মিনিটে নেপালে (উত্তরাখণ্ড লাগোয়া নেপাল সীমান্তের কাছে) ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।
ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণ-পূর্ব ২০৫ কিলোমিটার, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তরে ২৬৬ কিলোমিটার, উত্তরাখণ্ডের হৃষিকেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৮৫ কিলোমিটার এবং উত্তরাখণ্ডের হরিদ্বারের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল অবস্থান করছে।
জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানাসহ উত্তর ভারতের একাংশে কম্পন অনুভূত হয়েছে। তারইমধ্যে আজ সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নতুন করে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।
সময় জার্নাল/এলআর