চাকরি ডেস্ক:
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের চলমান প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি। পদের সংখ্যা : ২০ টি। আবেদন যোগ্যতা : ফুড অ্যান্ড নিউট্রিশন/ সোশিয়লজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার, সাইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইংরেজি, অ্যাগ্রিকালচার, ডিভিএম বিষয়ে বিএসসি বা এমএসসি পাস করতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর। তবে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের দক্ষতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২০,০০০ টাকা। ১ বছরের প্রবেশনাল পিরিয়ড শেষে প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা প্রদান করা হবে। কোম্পানির নীতিমালা অনুসারে বছরে দুইটি বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৪ নভেম্বর, ২০২২