অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
‘মুক্তবুদ্ধির জাদুবলে উদিত হোক যুক্তিস্নাত রাঙ্গা প্রভাত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাঈদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জগন্নাথ ইউনিভার্সিটিকে সার্বিকভাবে শাণিত করতে বিতার্কিকরা মূখ্য ভুমিকা পালন করে। সুন্দর সমাজ বিনির্মাণে বিতার্কিকদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
এছাড়া বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি মডারেটর মোঃ মেফতাহুল হাসান।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করে এবং কয়েকটি ধাপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং রানারআপ হয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ। অনুষ্ঠানের শেষপর্বে পুরষ্কার বিতরণ করা হয় বিজয়ীদের মধ্যে।
সময় জার্নাল/এলআর