জেলা প্রতিনিধি:
ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়।
ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশের শুরুতে ফরিদপুরের স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। এর আগে সকাল থেকেই সমাবেশস্থল জনস্রোতে পরিণত হয়েছে।
গণপরিবহণ বন্ধ, তবুও সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। বাস ধর্মঘট ডাকায় দুদিন আগ থেকেই নেতাকর্মীরা শহরে চলে আসেন।
সমাবেশের আগের দিনও রাজবাড়ী, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশে আসা এসব লোকজন ভোগান্তির শিকার হয়েছেন।
এদিকে বিএনপির সমাবেশের আগের দিন থেকে ৩৮ ঘণ্টার বাস ধর্মঘট ডাকে বাস মালিক সমিতি। এতে গতকাল সকাল থেকে পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফরিদপুর। বিপাকে পড়েন লাখ লাখ সাধারণ মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষও ধর্মঘটের মুখে পড়েছেন।
বিএনপি’র বিভাগীয় সমাবেশেকে কেন্দ্র করে ফরিদপুরের প্রবেশমুখে তল্লাশি চালিয়েছে পুলিশ। জেলার শহরের বিভিন্ন পয়েন্টে ও তল্লাশি চৌকি বসিয়ে, মাইক্রোবাস, মোটরসাইকেল, মাহেন্দ্রা ও ব্যাটারিচালিত রিকশা থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
সমাবেশকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে পৌঁছেনি। স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।
ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, ইকবাল মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সময় জার্নাল/এলআর