মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)'র ময়নামতি রেজিমেন্টের ৯নং বিএনসিসি ব্যাটালিয়নের 'ব্যাটালিয়ন ক্যাম্প-২০২২' এর।
শনিবার (১২ নভেম্বর) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী এই ব্যাটালিয়ন ক্যাম্পের সমাপ্তি ঘটে।
ক্যাডেট কর্পোরাল খন্দকার নাইমা নুন ও ক্যাডেট আবুল হাসানত অনিকের যৌথ সঞ্চালনায় উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম (পিএসসি), রেজিমেন্ট এডজুট্যান্ট মেজর মোঃ গোলাম ছরওয়ার, কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) প্রফেসর ড. মো: শামিমুল ইসলাম, মহিলা প্লাটুন কমান্ডার ড. মোসাঃ শামসুন্নাহার ও বিভিন্ন হল প্রাধ্যক্ষ, প্রক্টর, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সামরিক ও বেসামরিক প্রশিক্ষকগণ, ক্যাম্পে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দেড় শতাধিক ক্যাডেটবৃন্দ।
দিনের শুরুতে ক্যাডেটগণ লালমাই ফায়ারিং রেঞ্জে আবস্থান করেন এবং খুদ্রাস্ত্র অনুশীলন করেন। ফায়ারিং কম্পিটিশনে বেস্ট ফায়ারার (ছেলে) নির্বাচিত হয়েছেন কুবি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হায়দার মাহমুদ এবং মহিলা প্লাটুনের বেস্ট ফায়ারার হিসেবে নির্বাচিত হয়েছেন সিইউও তানিয়া আক্তার।
উল্লেখ্য, ১৩ নভেম্বর (রবিবার) ক্যাডেটদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং সার্টিফিকেট গ্রহণের পর তারা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
এমআই