মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কমিউনিকেশন ক্লাবে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উক্ত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন বাবর।
সোমবার (১৪ নভেম্বর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাসরুমে ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ তারিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোবাশ্বের আলী মিনার, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: মাহফুজুর রহমান আরিফ।
গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে আছেন বিভাগটির শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম এমসিজে নিউজের প্রধান বার্তা সম্পাদক জান্নাতুল ফেরদৌসী।
এছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম, নাছরুল বারী সিয়াম, আসাদুজ্জান রাব্বি, কায়েস আহমেদ ও সাদেকুর রহমান।
নির্বাচনে বিজয়ী হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নবনির্বাচিত সহ-সভাপতি সাজ্জাদ বাসার বলেন, 'এমসিজে কমিউনিকেশন ক্লাবের প্রথম নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হতে পেরে আমি ভীষণ আনন্দিত। পুরো এমসিজে পরিবারকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। বিভাগের উন্নয়নে ও শিক্ষার্থীদের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখবো।'
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবর বলেন, 'কমিনিকেশন ক্লাবের নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে আমার উপর আস্থা রেখে নির্বাচিত করার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সামনের দিনগুলোতে বিভাগের সবাইকে সাথে নিয়ে ক্লাবের বডির সমন্বয় ঘটিয়ে বিভাগকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার চেষ্টা থাকবে।'
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগের সহকারী অধ্যাপক আলি আহসান বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কমিউনিকেশন ক্লাবের প্রথম নির্বাচন অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ৯৬.০২ শতাংশ ভোটার উপস্থিত হয়েছে, যা আমাদের বিভাগের জন্য চমৎকার ব্যাপার। স্বয়ং ভিসি স্যার আমাদের এই নির্বাচন পরিদর্শন করে গিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।
সময় জার্নাল/এলআর