মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে চলতি মওসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়ও একজন কৃষককে ধান কাটা ও মাড়াইয়ের একটি হারভাস্টার মেশিন প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে উপজেলা পরিষদ চত্বরে প্রথম ধাপে ৫শ কৃষকের মাঝে এই প্রনোদনা প্রদান হয়।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ সুলতানা জানিয়েছেন, ফসলের উৎপাদন বৃদ্ধিার লক্ষ্যে পর্যায় ক্রমে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তক চাষিদের মাঝে চলতি মওসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, পেঁয়াজ, মুগ ডালের বীজ ও রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হবে।
এমআই