মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নবেম্বর-২০২২) দুপুর ২টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ফোরাম নেতা মোঃ একরামুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, জেলা সাবেক সহ-সভাপতি মোঃ আসির উদ্দীন, গোলাম ফারুক মিনহাজুল হক, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ ইব্রাহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মানিক, আইনজীবী ফোরামের সদস্য মোঃ ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও আইন ছাত্র ফোরামের আহবায়ক সাদিব গোলাম বিন নাসের প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ বছর থেকে দেশের মানুষকে জিম্মি করে সরকার ক্ষমতা ধরে রেখেছে। অবিলম্ব তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবী জানান। পাশাপাশি যে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন সেই তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আহবানও জানান বক্তারা।
আইনজীবী ফোরামের সাবেক আব মাসুদ ওবায়দুল্লাহ তারেক'র সঞ্চালনায় মানববন্ধনে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, ফোরাম নেতা মোঃ আব্দুল বাকী, মোঃ রইস উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম-২, মোঃ আজেদুর রহমান, মোঃ মানিক, মোঃ শাহরিযার কবির কিংসুক, সায়েম আহমেদ, মোঃ একরামুল হকসহ আইনজীবী ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর