ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে এ দুর্ঘঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় বালিপাড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এমআই