রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে বন্যা ক্ষয়-ক্ষতি নিরসনে পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৫০ পরিবারের মাঝে ২২ লাখ ৯৭ হাজার নগদ টাকা এবং ৫০ হাজার টাকার হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় গণ উন্নয়ন কেন্দ্রর রৌমারী উপজেলা প্রকল্প কার্যালয়ের মাঠে উপজেলার বন্দবেড় ও যাদুরচর ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনূষ্ঠানে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইমান আলী, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, আরএসডিএর নির্বাহী পরিচালক আসরাফ আলী, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারি মো. মুনীর হোসেন প্রমূখ।
এসময় ৬৫০ পরিবারের প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে নগদ ৩ হাজার ৫০০ টাকা ও ১০০ পরিবারের প্রতি পরিবারকে হাইজিন কিটস ১টি বালতি, ১টি মগ, ন্যাপকিনের কাপড় ৪ পিস, ডিটারজেন পাউডার ৫০০ গ্রাম ও ১টি গোসলের সাবন বিতরণ করা হয়।
সময় জার্নাল/এলআর