জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে আগামীকাল ২২ নভেম্বর মঙ্গলবার ভিডিপি প্রশিক্ষণের বাছাই অনুষ্ঠিত হবে।
২৭ নভেম্বর হতে ঝিনাইদহ জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে ভিডিপি প্রশিক্ষণ আরম্ভ হবে। প্রশিক্ষণের জন্য যোগ্য প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম আগামী ২২ নভেম্বর মঙ্গলবার সকাল ০৯ টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ভিডিপি প্রশিক্ষণের যোগ্যতাসমূহ ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে, বয়স ১৮-৩০ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী ও অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে, স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক নাগরিক ও চারিত্রিক প্রত্যয়নপত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে।স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে এবং এলাকায় সুনামের অধিকারী হতে হবে। সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে।
বাছাই মাঠে প্রশিক্ষণার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসমূহ শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক ও নাগরিক সনদ। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
প্রশিক্ষণ সম্পন্নকারীদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা করেছে কর্তৃপক্ষ।
এমআই