এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় আরিফ মাতুব্বর (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত আরিফ ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর কাঁচারিডাঙ্গী এলাকার আবুল হোসেন মাতুব্বরের ছেলে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার আতাদী সুগন্ধা তেল পাম্পের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে জানা যায়, সুগন্ধা তেল পাম্প থেকে আরিফ মোটরসাইকেলে তেল নিয়ে ফিরছিলেন। এমন সময় একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটির চাপায় গুরুতর আহত হয় আরিফ। এসময় তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত্যু ঘোষণা করেন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, একটি ড্রাম ট্রাক আরিফকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পরে নিহতের পরিবারের দাবীর প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সময় জার্নাল/এলআর