সর্বশেষ সংবাদ
আতিকুল ইসলাম চৌধুরী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড শাখার আয়োজনে আফতাবগঞ্জ ইসলামীয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্তরে এ কৃষি ঋণ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম আব্দুল হাকিম।
গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড শাখার আয়োজনে আফতাবগঞ্জ ইসলামীয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্তরে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম আব্দুল হাকিম। অনুষ্ঠানে স্থানীয় ৩০ জন কৃষকদের মাঝে আলু চাষের জন্য ১২ লক্ষাধিক টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।
পরে বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আব্দুল হাকিম বলেন,"দেশের কৃষকরাই হলো দেশের সূর্য সন্তান, সোনালী ফসলের সন্তান, আপনাদের স্যালুট। করোনা কালিন সময়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কৃষকদের মাঝে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদান করা হয়। বর্তমানে ১ হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ দেওয়া হয়েছে"।
তিনি আরও বলেন, দেশের গ্রামীণ কৃষি ভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে তরান্বিত করার উদ্দ্যেশ্যে বাংলাদেশ ব্যাংকের এই ঋণ কার্যক্রম।
সরকার আপনাদের স্বল্প সুদে ঋণ প্রদান করছে, ঋণ নিয়ে নিজের অর্থনৈতিক স্বচ্ছলতা আনবেন, সাথে দেশকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সহায়তা করতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
সোনালী ব্যাংক আফতাবগঞ্জ শাখার ব্যবস্থাপক সুব্রত দাসের সভাপতিত্বে এবং আইটি অফিসার শামীম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের পরিচালক (পরিদর্শন) মধু সুদন বনিক, রংপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম, দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান, আবু হেনা গোলাম সাইয়েদে সাকলাইন, এসিস্ট্যান্ট ম্যানেজার এ.কে.এম মাহবুব উল ইসলাম প্রমুখ।
এসএম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল