আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। চেসাপিক এলাকার একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হামলাকারী সেখানকার ম্যানেজার ছিলেন। হামলার পর তিনি আত্মহত্যা করেন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, চেসাপিক পুলিশের তরফ থেকে এরইমধ্যে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে তারা। ঠিক কি কারণে এ হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।
পুলিশের মুখপাত্র লিও কোসিয়ানস্কি জানিয়েছেন, মার্কেটের ভেতরেই এই গোলাগুলি চলে। হামলাকারী একাই গুলি চালিয়েছে।
ওয়ালমার্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলার ঘটনায় হতবাক। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা।
ভার্জিনিয়ার স্টেট সিনেটর লুইজ লুকাজ জানান, হামলার খবর শুনে তার হৃদয় ভেঙে গেছে। তিনি যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার সমাধান হওয়ার আগে বিশ্রাম না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবারের এই বন্দুক হামলার দু’দিন আগেই যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি সমকামী ক্লাবে বন্দুক হামলা হয়। ওই ঘটনায় ৫ জন নিহত এবং ১৭ জন আহত হন। এর আগে ২০১৯ সালে টেক্সাসে ওয়ালমার্টের একটি সুপারমার্কেটে গুলির ঘটনায় ২৩ জন নিহত হয়েছিলেন।
সময় জার্নাল/এলআর