সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমাদের কথা হয়েছে, এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠলে ইনশাআল্লাহ আমরা ৫ম সমাবর্তন আয়োজনের চেষ্টা করবো।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় ৪৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত 'মিট দ্য প্রেস' এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকটের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান যে সংকট রয়েছে তা আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমরা উপাচার্যের সাথে কথা বলে এগুলো সংশোধন করবো। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে আমাদেরকে সংশোধন করে দিবেন, আমাদের দিকনির্দেশনা দিবেন। আপনাদের লেখনীতে আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করবো।
এছাড়াও অনুষ্ঠানে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান এর সঞ্চালনায় সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পথচলা,অগ্রগতি, ডিজিটালাইজেশন, ডিজিটাল আইডি কার্ড, মাদকমুক্ত ক্যাম্পাস, সমাবর্তন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইকুয়েপমেন্টের পর্যাপ্ততা, মেগাপ্রজেক্ট, আবাসন সংকটসহ নানা সমস্যা এবং সমস্যা সমাধানে করনীয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান। এছাড়া প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অফিস প্রধান, ইবি প্রেস ক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমআই