এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বোয়ালমারীতে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ওই গৃহবধূর স্বামী আব্দুল লতিফ মোল্লা ।
জানা যায়, তিনি বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকার আব্দুল লতিফ মোল্লার স্ত্রী।
লতিফ মোল্লা জানান, গত ৮ নভেম্বর ফরিদপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে নাজমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে এলাকায় তিনি মাইকিংও করেছেন।
নিখোঁজের ১৫ দিন পার হয়ে গেলেও তাকে আর খুঁজে না পাওয়ায় আতঙ্কে রয়েছেন তিনি।
তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় একটি জিডি করেছে। ওই নারীর সন্ধান পাবার জন্য কাজ করছে পুলিশ।
সময় জার্নাল/এলআর