এহসান রানা, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের শুরু হয়েছে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২। শুক্রবার দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
এসময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান পিপিএমসহ সরকারের জেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ২০০৮ সালে ডিজিটালাইজেশনের যাত্র শুরু হয়, অল্প সময়ের ব্যবধানেই অভুতপুর্ব সাফল্য এসেছে। দেশে আট হাজার ৮০টি ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের জণগোষ্ঠিকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য , মেলায় ৫০ স্টলে সরকারের বিভিন্ন দপ্তরের সেবার চিত্র তুলে ধরা হচ্ছে। শনিবার মেলার পরিসমাপ্তি ঘটবে।
এমআই